দুর্গাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

0 ১৮০
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
মতবিনিময় সভা শেষে সরকারের গৃহীত নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী গমণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।
এছাড়াও সরকারের সকল দপ্তরের দপ্তর প্রধান গণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.