দুর্গাপুরে বঙ্গবন্ধুর ১০২তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে

১৯২

দূর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে বঙ্গবন্ধুর ১০২তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দূর্গাপুরে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে দুর্গাপুর উপজেলায় আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ই মার্চ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাবেক সভাপতি আ.ন.ম. নুরুল ইসলাম হিরু মাস্টার। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অধ্যাপক মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি। উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসূল, দুর্গাপুর সাংবাদিক সমাজের সহ-সভাপতি এসএম শাহাজামাল, কোষাধক্ষ্য ৭১ বাংলা টিভি রাজশাহী জেলা প্রতিনিধি আব্দুল খালেক সহ অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments are closed.