দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

0 ১৩৫

দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভিকটিম শিশুর চাচা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ফজলুর রহমান।

ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে। অভিযুক্ত ফজলুর রহমান (৫০) ওই গ্রামের মৃত জিয়ারত আলী। সম্পর্কে ভিকটিম শিশুর দাদা হন ফজলুর রহমান।

ভিকটিম শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যার পর ভিকটিম শিশু নিখোঁজ হয়। খোঁজাখুঁজির সময় রাত ৯টার দিকে গোপালপুর ঈদগাহ মাঠ সংলগ্ন পানবরজের ভিতরে ভিকটিম শিশুর চিৎকার শুনতে পেয়ে লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ফজলুর রহমান পালিয়ে যায়। পরে ভিকটিম শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন জানান, এ ঘটনায় ভিকটিম শিশুর চাচা আশরাফ আলী বাদী হয়ে সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বলেন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.