দুর্গাপুর প্রতিনিধি: তথ্য গোপন করে উপবৃত্তির তালিকায় নিজ কন্যার নাম অন্তর্ভুক্ত করনের অভিযোগের রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনকে শোকস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট প্রশাসন এমন উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা চিত্রে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সুশীল সমাজ।
জানা যায়, দুর্গাপুর উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন তার কন্যা বিদ্যালয়ের অধ্যয়ন না করলেও কাগজ কলমে নিয়মিত ছাত্রী দেখিয়ে তথ্য গোপনের মাধ্যমে উপবৃত্তি প্রদানের জন্য বিদ্যালয় কর্তৃক অনুমোদিত তালিকা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে দ্রুততার গতিতে তদন্ত করলে অভিযোগের সত্যতা পান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহীদুল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অভিযোগের ভিত্তিতে ৩ এপ্রিল নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের কাছে এই অনিয়মের সাথে জড়িত আছেন কিনা জানতে চাইলে তিনি সত্যতা স্বীকারের মাধ্যমে নিজের দোষ স্বীকার করেন বলে জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহীদুল হক।
তিনি আরো বলেন, তথ্য গোপন করে উপবৃত্তির তালিকায় নিজ কন্যার নাম অন্তর্ভুক্ত করনের অভিযোগের সত্যতা পাওয়ায় এবং এই অনিয়মের সাথে জড়িত থাকার কথা স্বীকারের মাধ্যমে নিজের দোষ স্বীকার করায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনকে সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম-নীতি অনুযায়ী শোকজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় শোকজ করার সিদ্ধান্ত গ্রহণ করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কৃতজ্ঞ চিত্রে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।