দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি : প্রধানমন্ত্রী

0 ২২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ছবি : ফোকাস বাংলা

‘দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষের ভাগ্য বদলাতে কাজ করে যাচ্ছি। তাই যেকোনো দুর্নীতির অপবাদ এই সরকার মানবে না।’

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি বলেই আজকে এতো দ্রুত আমরা কোটালীপাড়া, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ায় আসতে পারছি; দক্ষিণাঞ্চলের সঙ্গে  যোগাযোগ বজায় রাখতে পারছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, তবে প্রতিষ্ঠানটি তাতে সফল হয়নি। পদ্মা সেতু নির্মাণ, সেটা নিয়ে অনেক অপবাদ দেয়ার চেষ্টা করেছিল। সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি, জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই যখন কেউ মিথ্যা অপবাদ দেয়, সে অপবাদ নিতে আমি রাজি না এবং ওয়ার্ল্ড ব্যাংক এই অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটা সফল হয়নি, অপবাদ দিতে পারেনি।’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কথা তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, মহামারির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। শত সমস্যার মধ্যেও আমরা দেশের উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। নিজেদের সন্তান যেন মাদক, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয়।

Leave A Reply

Your email address will not be published.