বিজ্ঞপ্তি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১১ এপ্রিল ২০২১ তারিখ সাড়ে ৯টায় রাজশাহী মহানগরী এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ি এলাকায় অপারেশন পরিচালনা করে (ক) ৪৪৫ বোতল দেশীমদ, (খ) ০১টি অটো, (গ) ০১টি মোবাইল, (ঘ) ০১টি সীমকার্ড, (ঙ) ০১টি মেমোরিকার্ডসহ আসামী ১। মোঃ সুমন হোসেন (৩০) পিং-মৃত রাজিব, মাতা-কমলা বেগম, সাং-শেখেরচক, থানা- বোয়ালিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগর রাজশাহী এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।