দেশে ফিরেছেন এশিয়া চ্যাম্পিয়নরা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সফল মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়ান চ্যাম্পিয়নরা।
সেখান থেকে ক্রিকেটারদের সরাসরি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ডিনারের আমন্ত্রণ পেয়েছেন যুব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সেই আমন্ত্রণে যোগ দেবে তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যুব এশিয়া কাপে অংশ নেওয়ার সময়ে ফেভারিট তকমা পায়নি লাল-সবুজেরা। তবে আসরের শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স চোখে পড়ার মতোই ছিল। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। এরপর প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে জুনিয়র টাইগাররা।
রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অল-আউট করে ১৯৫ রানে জিতেছে বাংলাদেশ।