দেশ ও নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তাসকিন
বাংলাদেশের ক্রিকেট আর আগের জায়গায় নেই। সবাই নিজের প্রতিভা আর পরিশ্রমের সম্মিলেন গড়ে তুলছেন নিজেদের। উন্নতি হচ্ছে সব বিভাগেই। গত দুটো সিরিজ ধরে পেস বোলাররা আছেন দারুণ ছন্দে। বর্তমান বাংলাদেশে পেস বিভাগের সবচেয়ে বড় নাম তাসকিন আহমেদ। চোটের কারণে নেই ইংল্যান্ডে চলমান আয়ারল্যান্ড সিরিজে। তাই বলে বসে নেই তিনি। কাজ করছেন নিজেকে নিয়ে। সাজাচ্ছেন স্বপ্ন। ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে কাজ করছেন পুনর্বাসন নিয়ে।
সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ। সেসব নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের স্পিডস্টার তাসকিন। তিনি বলেন, ‘সামনে অনেক বড় বড় খেলা আছে। নিজের ভেতর বড় স্বপ্ন আছে। এ জন্যই এত কষ্ট করা, যাতে দেশের হয়ে আরও ভালো কিছু দিতে পারি।’
বাংলাদেশ দলে ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন তাসকিন। হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা। উন্নতি করছে গোটা পেস বিভাগ। আগামীর পেস বোলিংয়ের নেতা তার পেস বিভাগ নিয়ে জানালেন, ‘আমাদের পেস ইউনিট একদিন বিশ্বমানের হবে। আগের চেয়ে উন্নত হয়েছে। সবাই অনেক কঠোর পরিশ্রম করছে। সামনে বড় বড় ইভেন্ট আছে। সামনে আরও অনেক উন্নতি দেখা যাবে।’