পাবনা প্রতিনিধি: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচার অভিযানে অংশ গ্রহণ কর্মসূচি নিয়ে পাবনা জেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর (বুধবার) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভাতে সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দলের সাধারন সম্পাদক পাবনা সদর-০৫ আসনের নৌকার মাঝি গোলাম ফারুক প্রিন্স। জরুরী সভাতে দলীয় নির্দেশনা মোতাবেক দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন বলে জানা গেছে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে তিনি পাবনা অঞ্চলের দলীয় নেতাকর্মীদের সাথে সংযুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে সভাতে জানো হয়।
এই আনন্দ ঘন নির্বাচনী প্রচার অভিযানের উৎসবমুখর পরিবেশ সৃষ্টির করতে জেলার নৌকার সকল প্রার্থী সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য দলীয় ভাবে নির্দেশনা প্রদান করা হয়।
জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আগামীকাল ২১ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচার শোভাযাত্রায় দলীয় প্রধান শেখ হাসিনার দিকনির্দেশনা পাওয়া লক্ষে অনুষ্ঠানকে সফল করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।