ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

২৩৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ১২ মে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে সকল নার্সবৃন্দ দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করে। র‌্যালী শেষে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী, জেলা পাবলিক হেলত নার্ম মোসা. রাবেয়া খাতুন, ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সেলেস্তিনা হাসদা, বিউটি বেগম, মেহের নিগার, মোস. আনজুয়ারা বেগম, ফেরদৌসি বেগম, ব্রাদার আব্দুল খালেক, জুবায়ের হোসেন, তারাজুল ইসলাম, রাবেয়া খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সিনিয়র স্টাফ সকল নার্সগণ তাদের নিয়মিত পদোন্নদির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com