ধামইরহাটে আবারও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বকুল-সম্পাদক শাহজাহান পুনঃনির্বাচিত

0 ৩৯৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির, ধামইরহাট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় শিক্ষক নেতা আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদালাপি ব্যক্তিত্ব মো. শাহজাহান কবির। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন।

কমিটিতে আরও গুরুত্বপণূ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি যথাক্রমে রেজাউল ইসলাম, আবু সালেহ, আব্দুল বারী মন্ডল, মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, শিবেশ চন্দ্র বর্মন, মো. খুরশিদ আলম ও মহিলা সহ-সভাপতি মোসা. সামসুন্নাহার, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল আলম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সম্পাদক কামরুজ্জামান, হুমায়ন কবির, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) রুনা লায়লা সাথী, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মো. মুসা,সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম. অর্থ সম্পাদক হামিদুল ইসলামসহ মোট ৫১ জন্য কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবেন।

নব-নির্বাচিত সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির পৃথক বক্তব্যে জানান, ‘চাকুরীকালীন সময় শিক্ষক সমাজের কল্যাণে আমরা নিজেদের উৎস্বর্গ করে দিতে চাই।’

 

Leave A Reply

Your email address will not be published.