ধামইরহাটে ইসবপুর ইউপি চেয়ারম্যানের শপথ পড়ালেন জেলা প্রশাসক

0 ২৬১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ৭নং ইসবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমরুল কায়েশ বাদলকে শপথ পড়ানো হয়েছে। ১৪ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, কৃষি কর্মকর্তা মো.সেলিম রেজা, ওসি জাকিরুল ইসলাম, পিআইও ই¯্রাফিল হোসেনসহ ইসবপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর সকাল ৯ টায় ধামইরহাট পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসাইন, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইব্রাহীম হোসেন, সিনিয়র সাংবাদিক এম.এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসাইন জানান, এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আমরা অগ্রিম ২ বছর অর্থ্যাৎ ২০০৩ ও ২০০৪ সালে যাদের জন্ম তাদেরসহ প্রায় ১২ হাজার নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি, আজ পৌরসভায় প্রায় ৯৫৮ জন নতুনদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে, অল্প সময়ের মধ্যে পুরো উপজেলায় এ কার্যক্রম সম্পন্ন হবে

 

Leave A Reply

Your email address will not be published.