ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক স্থানীয় বিএনপির আয়োজনে রাজশাহীর একটি জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে সকাল সাড়ে ১০টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক আব্দুল মজিদ, শাহজাহান আলী, খাজা ময়েন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, মহিলা আওয়ামীলীগ সভাপতি আনজুয়ারা বেগম,
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হোসেন, সম্পাদক কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, গোলাম কিবরিয়া, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ বক্তব্য রাখেন।