ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাট জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ আগস্ট বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,
পৌর আওয়ামীলীগের সম্পাদক ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, কাউন্সিলর আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, ওসমানগণি, মোসাদ্দেকুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, উত্তম কুমার,
আরাফাত হোসেন সহ্য অন্যান্য সচিবগণ, কমিটির সদস্য সচিব যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউপি সচিবগণ শতভাগ তালিকা প্রণয়ন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Comments are closed.