ধামইরহাটে জামুকার অনুমোদন ব্যতীত বেসামরিক গেজেটধারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

0 ৫২৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জামুকার অনুমোদন ব্যতীত বেসামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ০৯ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৯২ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের মুক্তিযোদ্ধার সঠিকতার স্বপক্ষে কাগজপত্র দাখিল করেন। কমিটিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক ধামইরহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা একে এম বদিউজ্জামান যাচাই-বাছাই কমিটির সভাপতি মনোনীত হন।

 

কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘ধামইরহাট উপজেলায় জামুকার অনুমোদন ব্যতীত বে-সামরিক গেজেটধারী ৯২ জন বীর মুক্তিযোদ্ধাদের ভারতীয় প্রশিক্ষণ সনদপত্র অস্ত্র জমার রশিদ ও যুদ্ধকালীন সহযোদ্ধাদের স্বাক্ষ্য গ্রহণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই কার্যক্রমে কমিটির অন্যান্য সদস্য বীর মুক্তিযোদ্ধা ছবিনাথ সিংহ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সহযোগিতা করেন।

এ সময় বিভিন্ন মুক্তিযোদ্ধা, থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারী দুপুর ২ টায় জামুকার অনুমোদন ব্যতীত বেসামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে ৩ কার্যদিবসে সুষ্ঠু পরিবেশে যাচাই-বাছাই সম্পন্ন হয়।

 

Leave A Reply

Your email address will not be published.