ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটথেকে ১৩৪ বোতল ফেন্সিডিল নিয়ে নারায়ন গঞ্জে যেতে পারলনা দম্পতি, ধরা খেলেন পুলিশের হাতে। এখন তারা শ্রী ঘরে।
থানা সূত্র জানায়, আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের মসজিদের পাশে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার বাসিন্দা বুরুমদী (উত্তরপাড়া) গ্রামের শহিদুল্লাহ ভুইয়ার ছেলে মামুন ভুইয়া (৩৩) ও তার মামুন ভুইয়ার স্ত্রী শাকিলা বেগম (২০) ১৩৪ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার এস.আই শাহজাহান আলমের নেতৃত্বে ২০ অক্টোবর রাত ৯ টায় ঝটিকা অভিযানে তাদের ১৩৪ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক আইনে মামলা তারে নওগাঁ কোর্ট হাজতেপ্রেরণ করা হয়েছে মর্মে ওসি জাকিরুল ইসলাম জানান।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post