ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৩২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, উপজেলা প্রেস কাব সভাপতি আবু মুছা স্বপনসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Comments are closed.