ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক নেতা নওগাঁ জেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। এ সময় সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, রিতা রানী মহন্ত, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সম্পাদক শাজাহান কবির, প্রধান শিক্ষক আবু সালেহ, মাসুদুর রহমান স্বপন, আব্দুল আলিম, আতিয়ার রহমান, এরশাদুল আলম প্রমুখ। উল্লেখ্য ঢাকায় ২৯ ফেব্রুয়ারী নির্বাচনে সভাপতি-সম্পাদক ও ৯ মার্চ ঢাকা রোটারী পাবলিক স্কুলে আবুল কালাম আজাদকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষকদের দাবী আদায়ের একমাত্র বৈধ এ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল তালুকদার, সভাপতি ওয়েছ আহমেদ চৌধুরী, মহা-সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া, নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস উপস্থিত থেকে পুর্ণাঙ্গ কমিটির ঘোষনা করেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.