ধামইরহাটে ১২১৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

0 ১৭৬
ধামইরহাট (নওগাঁ) প্রতনিধি- ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষি প্রণোদনা র্কমসূিচর আওতায় ২০২২-২৩ র্অথ বছরে খরিপ/২৩ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন ে পেঁয়াজ, রোপা আমন ফসলের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদি তৌফিক আল জুবায়ের এর সভাপতিত্বে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ র্কমর্কতা আলেফ উদ্দনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি।
উপজলো কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের জানান, ১ হাজার ১১৫ জন কৃষকের মাঝে প্রত্যকেকে গ্রীষ্মকালীন রোপা আমনের ফসলের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ , এবং ১০০ জনরে মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি পটাশ বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.