ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবে মোকাবিলায় দুস্থ্য ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৭ মে সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩শত দুস্থ্য আনসার ভিডিপি সদস্যদের মাঝে ৫ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, পিয়াজ, ২ কেজি আলু ও ১টি করে সাবান ও মাস্ক বিতরণ করেন ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা। জেলা আনসার ও ভিডিপি অফিসের প্রতিনিধি নিয়ামতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণকালে বদলগাছী অফিসের উপজেলা প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ, পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। দুঃসময়ে এই খাদ্য সহায়তা পেয়ে ভিডিপি সদস্যরা হাঁসিমুখে বাড়ী ফিরেন।