নওগাঁয়  ইউনিয়ন আওয়ামীলীগের  বিশেষ বর্ধিত সভা

0 ৩২১
 নওগাঁ প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে  সামনে রেখে আবারো প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে বসাতে, নৌকা বিজয়ের লক্ষ্যে নওগাঁর দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বালিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন সভাপতি বাবু সুধাংশু প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম,  দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ  সম্পাদক  মোঃ আব্দুল আজিজ সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের প্রায় সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.