নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা রেড ক্রিসেন্ট এর যুব সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ ও সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি অ্যাড. এ.কে.এম ফজরে রাব্বি।
এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অ্যাড সরদার সালাহউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রতাব চন্দ্র সরকার ও দেওয়ান আলী আকবর সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে ৩৫০ জন যুব সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ ও সুরক্ষা সামগ্রি হিসেবে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।