নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ধান বোঝায় ট্রলি উল্টে গিয়ে আপেল মাহমুদ (২২) নামের এক চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাবনা মাতাজিহাট সড়করের ছোট কাবলা নামক মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালক আপেল মাহমুদ নওগাঁ সদর উপজেলার কৃত্তিপুর গ্রামের আব্দুল কিয়ামতের ছেলে। স্থানীয়রা বলছেন, নিহত আপেল মাহমুদ দির্ঘ ১৫ বছর ধরে গাবনা গ্রামের আব্দুল কালামের বাড়িতে কাজ করতেন।
জানা যায়, ধান বোঝায় পাওয়ার ট্রলি নিয়ে মাতাজিহাট থেকে গাবনা অভিমুখে যাওয়ার পথে ছোট কাবলা নামক মোড়ে ট্রলির চাকা বাস্ট হয়ে সড়করের পাশে উল্টে যায় ধান বোঝায় ওই পাওয়ার ট্রলি। এতে ঘটনাস্থলে ট্রলির নিচে চাপা পড়ে যাওয়ায় চালক আপেল মাহমুদ ঘটনাস্থলেই মারা যায় । পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে, পুলিশ এসে নিহতকে উদ্ধার করে গাবনা গ্রামে তার স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ধান বোঝায় ট্রলির চাকা বাস্ট হয়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আপেল মাহমুদ। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। তবে অভিযোগ করলে আইনগত সহয়তা করা হবে।