নওগাঁয় নৌকার ভোটের জন্য জনসভা 

0 ৩২৮
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ৫ সংসদ আসনে আবারো দ্বাদশ জাতীয় নির্বাচনে  নৌকায় ভোটের জন্য জনসভা ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের,তিনি নওগাঁর ৫ সংসদ আসনের জনসাধারণকে বলেন,বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় আবারো  ভোট চেয়ে এক বিরাট জনসভা করেছেন নওগাঁ ৫ সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,এম,পি,নওগাঁ ৫ আসনের আওয়ামীলীগের আবারো  মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নওগাঁ -৫ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
গত শুরুবার বিকাল ৪ টার সময় ৬নং ওয়ার্ড চকপ্রান,জোকাবিলা ও বাগবাড়ী এলাকাবাসীর আয়োজনে এক বিরাট জনসভার আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,এম. পি,এতে সভাপতিত্বত  করেন নওগাঁ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব উক্ত জনসভায়  সঞ্চালনায়,নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের ৪ নং ওয়াডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম,,উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন, নির্মল কৃষ্ণ সাহ-সভাপতি নওগাঁ জেলা আওয়ামী লীগ,ইলিয়াস তুহিন রেজা সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামী লীগ,তাজুল ইসলাম তোতা সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামীলীগ সহ নওগাঁ জেলা আওয়ামীগের সর্বতরের নেতা বৃন্দরা।

Leave A Reply

Your email address will not be published.