নওগাঁয় ফ্রী মেডিকেল ক্যাম্প 

0 ১০২
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ডিসেম্বর) উপজেলার ফতেপুর বাজার সংলগ্ন আশা অফিসে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান।
নওগাঁর নজিপুর জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফতেপুর শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম, আশা ধামইরহাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আফতাব হোসেন, আশা নওগাঁ জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি) সাইফুদ্দিন, ফতেপুর আশার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ রানা, ধামুইরহাট-১ ব্রাঞ্চের ম্যানেজার দীনবন্ধু সরকার প্রমূখ। এদিন আশা অফিস প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৩শতাধিক রোগীদের চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিক পরীক্ষা, ওজন পরিমাপ এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়।

আশা ফতেপুর স্বাস্থ্য কেন্দ্রের হেল্থ সেন্টার ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা আইরিনের নেতৃত্বে স্বাস্থ্য সহকারী জুলেখা বানু, মাশরুফা বানু, বিন্জু খাতুন, তানিয়া আক্তার এসব চিকিৎসা সেবা প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.