নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0 ১৯৪
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শয়নকক্ষ থেকে আকাশ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তার নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকাশ নওগাঁ সদর উপজেলার মখরপুর মোল্লা পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও পরিবারের লোকজনের সূত্রে জানা যায়, আকাশ রাতে পরিবারের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় আকাশকে দেখতে পায়। পরে থানায় খবর দিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave A Reply

Your email address will not be published.