নওগাঁয় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

0 ১৯৪
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।  আজ সোমবার
 (২৯ মে) সকাল ১০ টায় নওগাঁ  বি এম ল্যাবটারী কলেজে চত্বরে এই মেলার পাশাপাশি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডও অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে দুদিনের আয়োজন এই মেলা উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ সদস্য  ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,।
এসময় বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন,নওগাঁ পুলিশ সুপার মুহাম্মাদ রাশিদুল হক, তানজিমুল হক প্রকৌশল নেসকো নওগাঁ,নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজা ইমাম প্রমুখ।
মেলায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা ‘প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবনধার’, ‘বিদ্যুৎ সাশ্রয়ী উন্নত শহর’,  ‘সোলার এবং উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন’, ‘বিদ্যুৎ সংকটে বিদ্যুৎ তৈরির উৎস’, ‘বায়ু সেচ প্রকল্পসহ নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। মেলায় বসেছে ৩০টি স্টল।

Leave A Reply

Your email address will not be published.