নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত

0 ১৮৬
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় মোটরবাইকের আরোহী মিনা বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী মোয়াজ্জেম হোসেন (৩০)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের অদুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার এ দম্পত্তি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা। আহত মোয়াজ্জেম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত মোয়াজ্জেম হোসেন রাজশাহীর বাঘা উপজেলায় সমাজ কল্যাণ নামে বেসরকারি একটি সংস্থায় চাকরি করে। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য স্ত্রী সন্তানকে নিয়ে মঙ্গলবার সকালে মোটরসাইকেলে বাঘা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে র্দুঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁর স্ত্রী মিনা বেগম।
মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মিনা বেগমের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মিনা বেগমের স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়।

Leave A Reply

Your email address will not be published.