নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১৭৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শান্তনা (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।  বুধবার (১১ মে) সকালে সদর উপজেলার লস্করপুর সরদার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের রতন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে-নিহতের স্বামী রতন আলী স্থানীয় মাছের আড়তে কাজ করতেন। প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে আড়তে চলে যায় রতন। এরপর আজ সকালে বাড়িতে এসে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় শান্তনার মরদেহ দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় শান্তনার মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

ওসি আরও বলেন, এবিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.