নওগাঁয় টুরিষ্ট বাস চালু

২০২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক স্থান সমূহ পরিদর্শনের লক্ষে টুরিষ্ট বাস চালু হয়েছে। বুধবার সকাল ৯ টায় শহরের মুক্তির মোড়ে এই যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সাধরন সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ৩৮ আসনের ভ্রমন বিলস নামের বাসটি পূর্ণাঙ্গ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। বাসটি ধামইরহাট উপজেলায় জাতীয় উদ‍্যান আলতাদিঘী ও জগদ্দল বিহার, বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার ও হলুদ বিহার হয়ে নওগাঁ ফিরে আসবে।

উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বাস্তবায়নে প্রাথমিক ভাবে ৪৫০টাকার একটি প্যাকেজ তৈরি করা হয়েছে। ভ্রমনকারী যাত্রীদের সুযোগ সুবিধার অংশ হিসেবে দুপুরের খাবার ছাড়াও দু’বার চা নাস্তা সরবরাহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Comments are closed.