নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি: ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (৩ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
শপথ গ্রহণ করেন নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওবায়দুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বজলুর রহমান নইম, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাঁড়ইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মিল্টন চন্দ্র রায় , নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি পরিচালক স্থানীয় সরকার (নওগাঁ) সাবরিনা আক্তার প্রমূখ।
শপথগ্রহণ শেষে জেলা প্রশাসক নির্বাচিত সকল চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
Comments are closed.