রাজশাহীসারাদেশ নওগাঁ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হোন জহারুল ইসলাম বুলু By webadmin On অক্টো ১৭, ২০২২ ২১৭ Share নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ৩নং ওয়াডের জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে চিলমারীতে আজহারুল ইসলাম বুল নির্বাচিত হয়েছেন। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দিতা করে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ফারুক মোল্যা টিউব ওয়েল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। আরেক প্রতিদ্বন্দি প্রার্থী আহসান হাবীব তালা প্রতিকে পেয়েছেন ০১ ভোট। প্রিজাইডিং অফিসার রাসেল রানা ভোট গননা শেষে জনসম্মুখে ভোটের ফলাফল নিশ্চিত করেছেন। এর আগে এ নির্বাচনে নিয়ামতপুর উপজেলার ৬টি ইউপি ও মান্দা উপজেলার ২টি ইউপি মোট ৯টি ইউনিয়ন পরিষদের মোট ১২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২১৭ Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed.