নওগাঁ পুলিশ সুপারের ধামইরহাট থানা ও বিট পুলিশের কার্যালয় পরিদর্শন

0 ৩৩৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থানা, জাহানপুর ও পৌর সভার বিট কার্যালয় পরিদর্শণ করেছেন। ২৪শে মার্চ বিকেলে ধামইরহাট পরিদর্শণকরেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া, বিপিএম।

 

এ সময় তিনি থানায় কর্মরত অফিসার-ফোর্সদের সাথে মেসের খাবার, খাবার পানি, চিকিৎসা, ঔষধসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

 

একই সাথে বিকেল ৫ টায় পুলিশ সুপার ধামইরহাট থানাধীন ৬নং জাহানপুর ইউপির ৯ নম্বর বিট এবং চকময়রাম ধামইরহাট পৌরসভার ৩ নম্বর বিট পুলিশিং কার্যালয় পরিদর্শনে গিয়ে ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনারসহ এলাকার সর্বস্তরের মানুষের সাথে আইন শৃংখলা, আইনী সেবা, মাদক, জুয়া, জঙ্গী ও সকল ধরনের অপরাধ দমনে পুলিশের সাহায্য সহযোগিতা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যকর ভুমিকা পালন করবে মর্মে মতবিনিময় করেন।

 

মত বিনিময় অনুষ্ঠানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান ওসমান আলী, কাউন্সিলর আব্দুল হাকিম, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.