নওগাঁ পৌরসভার মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন

0 ২৭২

নওগাঁ প্রতিনিধি: অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনির অপসারণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে উন্নত নওগাঁ বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উন্নত নওগাঁ বাস্তবায়ন পরিষদেও আহবায়ক রামিম দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- তুহিন রেজা, শামিমা আকতার ও তানিয়া বেগমসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনের বক্তারা বলেন, নওগাঁ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও গত ১৩বছরে এই পৌরসভায় তেমন কোন উন্নয়ন হয়নি। পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের বেহাল দশা। নেই পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা। অথচ নাগরিকদের পৌরকর, ট্যাক্স, ভ্যাট এর অপব্যবহার, আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতায় পৌরসভার এলাকাকে জন দুর্ভোগে পরিণত করেছে মেয়র। তাই দ্রুত এই মেয়রের অপসারণের দাবি জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.