নতুন কর্মসূচি নিয়ে ১৯ মে মাঠে নামছে বিএনপি

0 ২০৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ছবি : বিএনপির মিডিয়া সেল

বিএনপি চার দিনের নতুন কর্মসূচি নিয়ে ১৯ মে মাঠে নামছে। আজ শনিবার (১৩ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন কর্মসূচি অনুযায়ী, ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ হবে। ২০ মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা উত্তরসহ ১৯ জেলা ও মহানগর এবং ২৭ মে ঢাকা দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে জনসমাবেশ হবে।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।’

Leave A Reply

Your email address will not be published.