নতুন দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিকরা, পারিশ্রমিক কোটি রুপি
ক্রিকেটের উন্নয়ন লক্ষ্যে দেশে জুনিয়র লিগ চালুর পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) নামের টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি।
পিজেএলে বিভিন্ন দলে মেন্টর হিসেবে কাজ করতে যাচ্ছেন পাকিস্তানের গ্রেট জাভেদ মিয়াঁদাদ, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও উইন্ডিজ সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। নতুন এই দায়িত্বের জন্য ১ কোটি রুপি করে পেতে যাচ্ছেন তারা।
টুর্নামেন্টে খেলা সাত দলের প্রত্যেক মেন্টর সমপরিমাণ করে অর্থ পাবেন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য। পিসিবির মিডিয়া পরিচালক জানিয়েছেন, মেন্টরদের পারিশ্রমিক কত এবং কীভাবে দেওয়া হবে এটা কেবল দুই পক্ষের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে।
দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টটি আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। এখানে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ক্রিকেটাররা প্রতিযোগিতা করবে। দেশটির ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ছড়িয়ে দিতে পিজেএলের পরিকল্পনা করেছেন পিসিবির সভাপতি রমিজ রাজা।
Comments are closed.