নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় “স্টুডেন্ট ফোরাম” আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ, পুরস্কার বিতরণী ও আলোচন সভা অনুষ্ঠিত

0 ৩৪৯

চারঘাট প্রতিনিধি: রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছীতে, নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় “স্টুডেন্ট ফোরাম” আয়োজিত (রেড ঈগল বনাম গ্রীন ওয়ারীওয়ার্স) এর মধ্যকার একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ক্রিকেট ম্যাচে নন্দনগাছী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা বর্ষের সাবেক ছাত্ররা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ গ্রহণ করেন। খেলাটি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ নাজমুল হক (সুমন) ও সহকারী আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন সাবেক শিক্ষার্থী শ্রীঃ সুজন কুমার।

 

দশ ওভারের খেলায় প্রথম ইনিংসএ (রেড ঈগল) দশ ওভারে ১১৬ রান সংগ্রহ করে জবাবে (গ্রীন ওয়ারীওয়ার্স) ৯ ওভার ৩ বলে ১১৭ রান সংগ্রহ করে বিজয় ছিনিয়ে নেয়। এই প্রীতি ম্যাচটি দিয়ে শুরু হলো “নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট ফোরাম” এর খেলা-ধুলার সূচনা। নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় “স্টুডেন্ট ফোরাম” এর মূল লক্ষ হলো অত্র এলাকার সামাজিক উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গড়া, এলাকার গরিব অসহয় মানুষের পাশে দাঁড়ানো, অত্র বিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীদের সথে সু-সম্পর্ক সহ নানা ধরনের উদ্দ্যেশ্য নিয়ে এগিয়ে চলেছে নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় “স্টুডেন্ট ফোরাম”।

 

নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় “স্টুডেন্ট ফোরাম” এটি নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দের নিয়ে গঠিত একটি ফেসবুক গ্রুপ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান (মজনু) অবসর প্রাপ্ত অধ্যাপক লস্করপুর ডিগ্রি কলেজ, মোঃ আব্দুল লতিফ সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়, মোঃ আব্দুল মতিন, অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র- মোঃ হাফিজুর রহমান সহকারী অধ্যাপক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোঃ লুৎফর রহমান (মিঠু) ব্যাংকার ডাচ্-বাংলা ব্যাংক লিঃ, মোঃ রাশিদুল ইসলাম পাভেল বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র ঈশ্বদী, মোঃ তরিকুল ইসলাম (পান্নু) সহকারী শিক্ষক পাইটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আতিকুল হক (রতন) বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন মেডিকেল অফিসার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারঘাট রাজশাহী।

 

মোঃ সাদাকাত মাহমুদ সহকারী জজ কুড়িগ্রাম। অনুষ্ঠানটি অত্যান্ত সুন্দর ভাবে উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আল-শাহরিয়ার জয়। এলাকার উন্নয়নের লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার আহব্বান জানিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 

Leave A Reply

Your email address will not be published.