নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান

২৩৮

মোঃ মোহাইমেনউল (স্বপন), চারঘাট উপজেলা প্রতিনিধি: চারঘাট উপজেলার ০৪নং নিমপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান পদে দ্বায়িত্ব গ্রহণ করেন। এছাড়া ৯টি ওয়ার্ডে ৯জন পুরুষ মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনে ০৩জন মহিলা নির্বাচিত হন।

পূর্বের ০৯ নং ওয়ার্ডের একজন পুরুষ মেম্বর ছাড়া এবারে নির্বাচনে নতুনরা জয় লাভ করেছেন। নবনির্বাচিত সদস্যগণ হচ্ছেন, ০১নং ওয়ার্ডে মোঃ শামিনুল ইসলাম, ০২নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন, ০৩নং ওয়ার্ডে মোঃ নিয়ামত আলী (ঝড়–), ০৪নং ওয়ার্ডে মোঃ সোহেল রানা, ০৫ ওয়ার্ডে মোঃ আব্দুল আজিজ (খতিব), ০৬নং ওয়ার্ডে মোঃ আলিম উদ্দিন, ০৭নং ওয়ার্ডে মোঃ মখলেছুর রহমান (ফারুখ), ০৮নং ওয়ার্ডে মোঃ শামিম উদ্দিন ও ০৯নং ওয়ার্ডে শ্রী বৃষ্ণ মন্ডল এবং সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নং ওয়র্ডে মোছাঃ চায়না বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে মোছাঃ রুবিনা বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডে মোছাঃ খাইরুন বেগম সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা সকলেই জনগণের কল্যানে ও এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

তাছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দনগাছী বাজার কমিটির সভাপতি ও অর্পণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল করিম (মাষ্টার), মোঃ দিদার হোসেন, মোঃ জহুরুল ইসলাম (মাষ্টার), মোঃ আমিনুর রহমান (সেন্টু) সহ এলাকার আরো অনেকে।

 

Comments are closed.