মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রকৌশলীর এলজিইডি বাস্তবায়নে আজ ১২ই নভেম্বর রবিবার বিকালে উপজেলা চত্তরে নবনির্মিত উপজেলা পরিষদের ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী -৫৪,পবা-মোহনপুর-৩,আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা,কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, সহকারী কমিশনার ভুমি মিথিলা দাস,অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল,
উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোস্তাকিনা খাতুন,সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম,যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান,ইউপি চেয়ারম্যান হযরত আলী,আল-আমিন বিশ্বাস,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান,বাবলু হোসেন সহ প্রমূখ।