নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও শেখেরচরে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে একটিতে অভিযান শেষ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।
এসময় দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা ৩০ মিনিটে শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্টান্ডের চেয়ারম্যান রোডের পাঁচতলার এই বাড়িতে এ অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/