নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারে আগুন কোটি টাকার আখ পুড়ে ছাই

0 ৭৪৯

natorরাজিবুল ইসলাম বাবু, বাগাতিপাড়া-নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় প্রায় কোটি টাকার আখ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্রপাত কিভাবে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে উপজেলার চকমহাপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, স্থানীয় ও খামার কর্তৃপক্ষ সুত্রে জানা যায, দুপুর দেড়টার দিকে স্থানীয়রা কৃষ্ণা কৃষি খামারে চকমহাপুর ব্লকের আখ খেতে আগুন জ্বলতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে খামার কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে নাটোর সদর, বাগাতিপাড়ার দয়ারামপুর ও লালপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। প্রায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর ফায়ার সার্ভিসে নেতৃত্বদানী কর্মকর্তা আখতার হোসেন বলেন, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারন জানা যায়নি।
খামার প্রধান খাইরুজ্জামান বলেন, চকমহাপুর ব্লকের ১৮০ বিঘার ওই আখ খেতের মধ্যে ৬০ বিঘা জমির প্রায় এক কোটি টাকা মুল্যের আখ পুড়ে গেছে।
এ ঘটনায় নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ এ আগুন লাগাতে পারে। তবে পুড়ে যাওয়া আখ দ্রুত কেটে সুগারমিলে মাড়াই করা হবে।

Leave A Reply

Your email address will not be published.