নলডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

0 ১৪৭

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় গরু বহনকারী ভটভটির সাথে অটো ভ্যানের ধাক্কায় ভ্যানের যাত্রী আশরাফুল আলম (শাহীন) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। নিহত আশরাফুল আলম (শাহীন) সিংড়া উপজেলার রাখসা গ্রামের আকবর আলীর ছেলে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া-নলডাঙ্গা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান,আশরাফুল আলম অটো ভ্যান যোগে জমিজমা সংক্রান্ত কাজে নলডাঙ্গার পিপরুল ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন। পথে আঁচড়াখালী এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি গরু বহনকারী ভটভটির সাথে শাহিন আলমকে বহনকারী অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন ছিটকে রাস্তায় পড়ে যান।

এসময় গরুবাহী ভটভটিটি শাহিনকে চাপা দিয়ে চলে যায়। এতে করে চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় আশরাফুল আলমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।কোন অভিযোগ না থাকায় আশরাফুল আলমের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.