নলডাঙ্গার হালতির বিলে ওয়াসিস রেষ্টুরেন্টের নির্মান কাজের উদ্বোধন

0 ২৩৯

নাটোর প্রতিনিধি: মিনি কক্সবাজার নামে খ্যাত নাটোরের নলডাঙ্গার হালতির বিলে ওয়াসিস রেষ্টুরেন্ট এর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পিপরুল ইউনিয়নে পাটুল খোলা বাড়িয়া হালতির বিলে সাবমার্সিবল সড়কের পাশে ৪৯ শতাংশ জায়গার উপর নির্মিত ওয়েসিস রেষ্টুরেন্ট এর নির্মান কাজের শুভ উদ্বোধন করেন নাটোর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শুকুর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, হোটেল উদ্যোক্তা আশফাকুল ইসলাম, নাসরিনা ই্য়াসমিন মুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন পাটুল হালতির বিল মিনি কক্সবাজার নামে খ্যাত। এখানে বর্ষার সময় দূর দূরান্ত থেকে অনেক নারী-পুরুষ-শিশু এই মিনি কক্সবাজারে সৌন্দর্য্য উপভোগ করতে আসে। কিন্তু এখানে কোন ভালো মানের রেষ্টুরেন্ট না থাকার কারনে অনেকে সমস্যায় পড়ে যায়। ভালো মানের কোন রেষ্টুরেন্ট থাকলে অনেক পর্যটকের আগমন ঘটতো এখানে। এই রেষ্টুরেন্ট স্থাপনের ফলে পর্যটকদের আর কোন সমস্যা থাকবে না বলে তারা আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.