নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

0 ২৩৬
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় তিন হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে, যা দৈনিক মৃত্যুর হিসাবে এখন পর্যন্ত সর্বাধিক। ছবি : রয়টার্স

ভারতের ক্রমবর্ধমান কোভিড-১৯ সংকটের কারণে যত দ্রুত সম্ভব নিজেদের নাগরিকদের ভারত ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সরকার।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের ‘ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে’ বলে, জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন ১৪টি সরাসরি ফ্লাইট চলাচল করে, এ ছাড়া ইউরোপ হয়ে আরও কিছু সার্ভিসও আছে।

 

রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে পাল্লা দিতে ভারতের কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোকে লড়াই করতে হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভারতে আবারও দৈনিক আক্রান্তের রেকর্ড তৈরি হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন করোনা রোগীর হদিশ মিলেছে। এ নিয়ে এখন পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জনে।

 

এ ছাড়া ২৪ ঘণ্টায় ভারতে করোনায় তিন হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে, যা দৈনিক মৃত্যুর হিসাবে এখন পর্যন্ত সর্বাধিক।

 

চলতি সপ্তাহের প্রথমদিকে অস্ট্রেলিয়া ভারত থেকে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে। পূর্ববর্তী ১০ দিনের মধ্যে ভারতে ছিল এমন যে কারো প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ভারত থেকে ইংল্যান্ডে ফিরে আসা ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.