অলিউল হক ডলার, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনলাইন নিউজ পোর্টাল আমাদের নাচোল এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে ইলামিত্র স্মৃতি পাঠাগারে আমাদের নাচোল এর সভাপতি শামিম আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, ইলামিত্র পাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি প্রভাষক তোহিদুল ইসলাম শাহিন,নাচোল ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,নেজামপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ,তাজ উদ্দিন ফটিক, সমাজ সেবক পলাশ। বক্তাগণ, আমাদের নাচোল নিউজ পোর্টাল এর কর্তৃপক্ষের উদ্যেশে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের সমাজের দর্পন বলা হয়। তাই সততা ও নিষ্ঠার সহিত সমাজ দেশের জন্য কাজ করতে হবে। সমাজের অসংগতিগুলো তুলে ধরতে হবে। উন্নয়ন ও সমস্যামূলক প্রতিবেদনগুলো বেশি বেশি করে তুলে আনতে হবে। এটি একটি যুকিপূর্ন পেশা। অনেক সমস্যা আসবে ধৈর্য্য ধারণ করে সমস্যার মোকাবেলা করতে হবে। ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর হাত দলে বাংলাদেশ এই ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবেশ করেছে। থ্রিজি থেকে ফোর জি অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশ এর সুযোগ সুবিধা পাবে। তাই দেশ বিদেশের সকল সংবাদ আমারা এই অনলাইনের মাধ্যমে পাবো। নাচোল আর অচল হয়ে নাই উন্নয়নের সকল ছোঁয়া লেগেছে বলে আমরা মনে করি। আলোচনা শেষে অনলাইন নিউজ পোর্টাল এর শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.