অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামিম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমানসহ শিক্ষক, সাংবাদিক।
আলোচনাসভায় জঙ্গী,সন্ত্রাস, নাশকতা, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়।
Comments are closed.