নাচোলে এসএসসিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

২০১

অলিউল হক ডলার,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। হয়েছে আজ মঙ্গলবার সকাল ১০টায় নাচোল খ, ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় মাঠে এসএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহি অফিসার শরীফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান, নাচোল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাপিয়া সুলতানা।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা সমাজসেবা অফিসার আল-গালিব, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান প্রমূখ।

আলোচনা শেষে নাচোল গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমি শিল্পী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments are closed.