নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0 ২০২

অলিউল হক, ডলার নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় আইগত সহায়তা দিবস/২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় আইনগত সহায়তা কমিটির নাচোল উপজেলা শাখার সদস্য ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনসভায় মিলিত হন

। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্য ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

এসময় নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাবুল হোসেন, ইউপি সদস্য শফিকুল আলম, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের প্রতিটি জেলা জজ আদালতে সরকারী খরচে গরীব-অসহায়দের আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে এটির ব্যাপক প্রচার-প্রচারনা প্রয়োজন বলে বক্তাগণ উল্লেখ করেন।

Leave A Reply

Your email address will not be published.