নাচোলে দুঃস্থ অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

২৩২
অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০ হাজার ৬১৫ জন অসহায়ের মাঝে ১০ কেজি হারে ২০৬.১৫ মেট্রিক টন ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মৌদুদ আলম খান জানান, সারাদেশে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দূর্যেগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার ৪ ইউনিয়ন ও নাচোল পৌরসভায় এ কর্মসূচি চলছে।
তিনি জানান, কসবা ইউনিয়নে ৪ হাজার ৪৯৭, ফতেপুর ইউনিয়নে ৪ হাজার ৫০০, নাচোল ইউনিয়নে ৪ হাজার ৪৩৯, নেজামপুর ইউনিয়নে ৩ হাজার ৭৯৮ ও নাচোল পৌরসভায় ৩ হাজার ৮১ জন অসহায়ের মাঝে প্রতিজনকে ১০ কেজি হিসেবে ২০৬.১৫ মেঃ টন চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে। নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, এবছর জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় খুব অল্প সময়ের মধ্যে তালিকা প্রস্তুত এবং জনসাধারণকে ভিজিএফ’র চাউল পৌছানো খুবই কষ্টকর বিষয়।
তাই গরিব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সহায়তা পৌছাতে বেগ পেতে হয়েছে। প্রতিটি সুবিধাভোগীর নিকট তাদের প্রাপ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

Comments are closed.