
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু। পরিচয় পর্ব শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেহাইমেনা শারমীন ৩৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৯তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের করেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে কৃষি মন্ত্রনালয়ের অধীন রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)তে সচিব পদে গত ২৭ জুন সরকারী আদেশে বদলী করা হয়েছে।
Comments are closed.